জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান অবশেষে বাংলাদেশে আসছেন। শনিবার ( ২২ ফেব্রুয়ারি ) রাতে কুলাসেগারান ঢাকার আসবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।
এর আগে কয়েকদফা পরিবর্তন হয় কুলাসেগারানের সফর কর্মসূচি। ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মন্ত্রীর বাংলাদেশ সফর কর্মসূচির একটি কপি আসে গণমাধ্যমের কাছে। সেখানে উল্লেখ ছিল, মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে বৈঠকসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে ১৯ ফেব্রুয়ারি ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি।
১৬ ফেব্রুয়ারি (রবিবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রী ইমরান আহমদ জানান, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সেদিন ( রবিবার ) সকালে তিনি নিশ্চিত হয়েছেন মালয়েশিয়ার মন্ত্রী এম কুলাসেগারান আসছেন না। মন্ত্রী জানান, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগান ঢাকায় আসার কথা ছিল কিন্তু হঠাৎ জরুরি কাজে তিনি আপাতত সফর স্থগিত করেছেন।
বুধবার সকালে মন্ত্রী ইমরান আহমদ কয়েকটি গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার মন্ত্রী শনিবার ঢাকায় আসবেন। বিকালেই আবার মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে জানা যায় কুলাসেগারান আসছেন না। এমন নানা গুঞ্জন চলতে থাকে পুরো সপ্তাহে।
প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা জানান, এবার মালয়েশিয়ার মন্ত্রীর সফরের খবরে আশাবাদি তাঁরা। শ্রমবাজারের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হবে বলেও আশা করছেন তিনি। বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব প্রস্তুতি রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের।
জানাগেছে, শনিবার রাতে ঢাকায় আসাবেন এম কুলাসেগারান। পরদিন রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি। এর পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথেও সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার মন্ত্রী। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বৈঠক করবেন এম কুলাসেগারান। ২৪ ফেব্রুয়ারি সকালে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়াবেন।
এম কুলাসেগারান না থাকলেও ২৪ ফ্রেবুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। এই বৈঠকেই শ্রমবাজার চালুর নানা দিক নিয়ে আলোচনার কথা রয়েছে। সূত্র : প্রবাস বার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।