আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে যেসব দেশীয় ও আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ নিয়ে রোববার ( ২৯ ডিসেম্বর) একটি বিবৃতিও প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর আরোপ করা হয়েছে একের পর এক নিষেধাজ্ঞা। কখনো তাদের শিক্ষার ওপর আবার কখনো চিকিৎসার ওপর। এমনকি কোনো পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের হতেও রয়েছে নানা বিধি নিষেধ। এবার যেসব দেশীয় ও আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয়, সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার।
রোববার স্থানীয় সময় রাতে, দেশটির অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি চিঠি পোস্ট করে বলে, কোনো এনজিও নারীদের নিয়োগ বন্ধের নির্দেশনা মানতে না চাইলে তাদের কার্যক্রম এবং লাইসেন্স বাতিল করা হবে।
চিঠিতে আরও বলা হয়, তালেবানের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে নারীদের কাজ করা বন্ধ করতে হবে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুই বছর আগে তালেবান সরকার এনজিওগুলোকে আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। সরকারের অভিযোগ, এনজিওতে কাজ করা নারীরা নির্ধারিত পোশাকবিধি, বিশেষ করে হিজাব পরিধানের নিয়ম অমান্য করছেন। ২০২১ সালে ক্ষমতায় এসেই বেশির ভাগ চাকরিতেই নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এমনকি জনসমাগমেও নিষিদ্ধ করা হয় নারীদের উপস্থিতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।