নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে নারীরা সম্মান, অধিকার ও নিরাপত্তার পূর্ণ গ্যারান্টি পাবে। এমন অভিমত ব্যক্ত করেছেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।
শনিবার (১১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নারী ও পুরুষ মিলিয়েই মানবসভ্যতা টিকে আছে। হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ)-এর মাধ্যমে মানবজাতির সূচনা হয়। অথচ আজ প্রগতিশীলতার নামে নারী-পুরুষের সমান অধিকার ও অবাধ বিচরণের প্রচারণা চালিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করা হচ্ছে— যা মানবসভ্যতা ধ্বংসের ঘৃণ্য অপপ্রয়াস।
খায়রুল হাসান বলেন, পশ্চিমা নারীবাদী দর্শন ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। সেখানে পারিবারিক বন্ধন শিথিল হয়েছে, কলহ-বিবাদ ও হতাশা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিছু নারীবাদী দল পশ্চিমাদের সেই ‘পচা সংস্কৃতি’ আমদানি করে আমাদের ধর্মীয়-সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি মন্তব্য করেন।
“ইসলাম নারী-পুরুষ উভয়ের ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনে বিশ্বাসী,” বলেন তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ সদস্য তাসলিমা হাকিম, উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আক্তার, পৌরসভা মহিলা বিভাগের সেক্রেটারি রোকেয়া আক্তার ও পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।
খায়রুল হাসান আরও বলেন, “জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারীদের ইজ্জত ও সম্মান সুরক্ষিত থাকবে, কর্মক্ষেত্রে তারা নিরাপত্তা পাবে এবং তাদের প্রতিটি ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”
সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ প্রায় চার শতাধিক নারী অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।