
জাতীয় সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ, অর্থাৎ দেড়শো আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে নারী নেত্রীরা। পাশাপাশি ভোট প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে নারী নেতারা এই দাবিগুলো তুলে ধরেন।
বৈঠকের পর উইমেন অন্ট্রাপ্রেনিউর অফ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল বলেন,“আমরা চাই নারীর সংখ্যা সংসদে বাড়ুক। অ্যাটলিস্ট ১০০টি সংসদীয় আসন নারীদের দেওয়া হোক। নারীরা পুরুষদের মতো আর্থিকভাবে স্বচ্ছল নন, তাই সরকারের পক্ষ থেকে ভোট প্রদানের জন্য তাদের আর্থিক সহায়তা দেওয়া উচিত।”
তিনি আরও বলেন,“নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই, নারীরা যারা নির্বাচনে আসছেন তাদের অবশ্যই সহায়তা দিতে হবে। বিভিন্ন দেশে এ ধরনের সহায়তা দেওয়া হয়। নারীরা যেন স্বচ্ছন্দে ভোট দিতে পারেন, সেটাও আমরা আলোচনা করেছি।”
পুলিশ কমিশন অধ্যাদেশে সরকারের প্রভাবের ঝুঁকি, খসড়া নতুনভাবে সাজানোর আহ্বান টিআইবির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



