জুমবাংলা ডেস্ক : জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। এসময় গতকাল মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন।
Advertisement
আজ বুধবার ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেকেজি হেলথ কেয়ারকে অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের কাছ থেকে কিছু কাগজপত্র চেয়ে ডিবি অফিসে ডাকা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গতকাল মাস্ক, পিপিই কেনায় দুর্নীতি এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়া রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করায় সমালোচনার জেরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।