Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক একদিন আগে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকশ’ মানুষ। নিউইয়র্কের ম্যানহাটনের বিক্ষোভ শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া এ বিক্ষোভ থেকে এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়।
এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ নিরাপত্তা বাহিনী। আটক করা হয় অন্তত তিনজনকে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্পে সমর্থনে বিক্ষোভের পর তার বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ শুরু করে কয়েকশ’ মানুষ। ট্রাম্প সমর্থকদের বাধা দেয়া না হলেও বিরোধীদের বিক্ষোভে বাধা দেয়ায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ট্রাম্প বিরোধীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প-সমর্থক ও বিরোধীদের সংঘর্ষের আশঙ্কার মধ্যেই এমন খবর পাওয়া গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।