নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের এক গভীর জঙ্গল থেকে হুজাইফা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে চাওবন শিরারমার চালা এলাকার জঙ্গলে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত হুজাইফা ওই ইউনিয়নের চাওবন গ্রামের হারুন রশীদের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে হুজাইফা তার বাবার সঙ্গে গরু চরাতে বাড়ি থেকে বের হয়। দুপুরে বাবা বাড়ি ফিরলেও ছেলে আর ফেরেনি। পরবর্তীতে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। বিকেল ৩টার দিকে বাড়ির পাশের জঙ্গলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে।
স্থানীয় ইউপি সদস্য বাবু বলেন, “নিহত হুজাইফা সকালে বাবার সঙ্গে গরু চরাতে বের হয়েছিল। পরে জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।”
শিশুটির বাবা হারুন রশীদ বলেন, “আমার ছেলেকে হারিয়ে আমি বাকরুদ্ধ। কে বা কারা এমন করল, বুঝতে পারছি না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাক ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।