জুমবাংলা ডেস্ক : ফরিদপুর থেকে হারিয়ে যাওয়া মাহিয়া আক্তার পিংকি (১৩) ও বিপ্লব বেপারি (১০) নামের ভাইবোনকে রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্লাস ভাঙার কারণে খালার বকা খেয়ে তারা বাসা ছেড়েছিল বলে মঙ্গলবার সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহ হেল বাকী বলেন, শিশু দুটির মা জর্ডানে কাজ করেন। বাবা-মার মধ্যে সম্পর্ক খারাপ থাকায় তারা খালার বাড়ি থাকত। কিন্তু গ্লাস ভাঙা নিয়ে খালা বকা দেয়ায় তারা দুই ভাইবোন খালার বাসা থেকে ২১ সেপ্টেম্বর মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়। তাদের উদ্দেশ্য ছিল দাদার বাড়ি যাওয়া। কিন্তু পথ হারিয়ে তারা ঢাকা চলে আসে। বিষয়টি জেলা পর্যায় থেকে সিআইডির নজরে আসে। এরপর তাদের উদ্ধারে কাজ শুরু করা হয়। এক পর্যায়ে সোমবার রাতে রাজধানীর ভাটারা থেকে তাদের উদ্ধার করা হয়।
তিনি জানান, কয়েকদিন আগে পিংকি তার বাবার মোবাইলে ফোন করে। এ সময় সে শুধু বাবা বলেই ফোন কেটে দেয়। ওই কলের সূত্র ধরে তদন্ত শুরু করে দেখা যায়, তারা রাজধানীর ভাটারা এলাকার একটি ফোনের দোকান থেকে কলটি করে। এর একদিন পর আরও একটি নম্বর থেকে শিশুটি বাবাকে কল করে তার বাসা ফরিদপুর কিনা জানতে চাওয়া হয়। এরপর থেকেই ফোনটি বন্ধ ছিল। শেষ ওই কলের সূত্র ধরে তদন্ত করে দেখা যায় ফোন নম্বরটি একজন রিকশাচালকের। এরপর ওই রিকশাচালকের বাসা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।