আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের একজন শিল্পী তার নিজের কিডনির পাথর দিয়ে স্টোনহেঞ্জের ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করে প্রমাণ করেছেন শিল্পের কোনো সীমা নেই।
শিল্পীর নাম সাইমন লে বগিট। তার শিল্পকর্ম অবাক করে দিয়েছে বারে বারেই। যখনি হাতের কাছে কিছু পান তা দিয়ে শিল্পকর্ম তৈরি করে ফেলেন সাইমন।
এবার কিডনির পাথর দিয়ে তৈরি তার অনন্য শিল্পকর্ম ইংল্যান্ডের চ্যারিটি হাউস ‘আউটসাইড ইন’ প্রদর্শনীতে দেখানো হয়েছে। চ্যারিটি হাউসের মতে, মিঃ বগিট প্রকাশ করেছেন যে কয়েক বছর ধরেই কিডনির পাথরের সমস্যায় তিনি ভুগছিলেন। আল্ট্রাসাউন্ড শক ওয়েভ লিথোট্রিপসি সেশনের সময় নিজের কিডনির পাথর বের করার সময় মাইক্রো-ভাস্কর্য তৈরির ধারণা তার মাথায় আসে । তখনই ঠিক করে ফেলেন, এটা তো শরীরেরই জিনিস, তাই ফেলে দেওয়ার মানেই হয় না। কিডনি থেকে যত পাথর বের হবে তাই দিয়ে গড়ে ফেলবেন কোনও স্থাপত্য। এতে ডাক্তারদের অস্ত্রোপচারের সাফল্যকে সম্মান জানানোও হবে আবার নতুন কিছু করে দেখানোও যাবে।
জাতীয় স্বাস্থ্য পরিষেবা (NHS) এর যত্নশীল কর্মীদের দ্বারা তিনি কিডনির পাথরগুলি সংগ্রহ করেন। ছোট ছোট পাথর দিয়েই স্টোনহেঞ্জের মিনি-স্কাল্পচার তৈরি করে ফেলেন। ইংল্যান্ডের অ্যামাসবারির কাছে অবস্থিত স্টোনহেঞ্জ ব্রোঞ্জ যুগের স্থাপত্য।
বিবিসি জানায়, মিঃ বগিটের শিল্পকর্ম “মানবতা” শিরোনামে একটি ভ্রমণ প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনীতে ৮০ জন শিল্পীর কাজ দেখানো হয়েছে। তবে নজর কেড়েছে সাইমনের স্টোনহেঞ্জের ক্ষুদ্র প্রতিমূর্তি। এটি আউটসাইড ইন দ্বারা সংগঠিত ষষ্ঠ জাতীয় উন্মুক্ত প্রদর্শনী, যেটি শিল্পীদের কাজের প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।যে সমস্ত শিল্পীরা স্বাস্থ্য এবং নানা অক্ষমতার কারণে উপেক্ষিত তাদের কাজ তুলে ধরে ‘আউটসাইড ইন’ ।আউটলেট অনুসারে, মিস্টার বগিটের ক্ষুদ্রাকৃতির স্টোনহেঞ্জ ছাড়াও, প্রদর্শনীতে পেইন্টিং , সিরামিক কাজ , ফটোগ্রাফিও ছিল।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।