জুমবাংলা ডেস্ক : দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করে দলের লাইন-আপ আগেই প্রকাশ করায় এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের এক সদস্যকে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণার এক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে দল প্রকাশ করে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এমিলি স্মিথ। আর এতে এক বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি।
সোমবার তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তার বিরুদ্ধে বেটিংয়ের কোন অভিযোগ আনা হয়নি।
২৪ বছর বয়সী এই নারী ক্রিকেটার ২ নভেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচের লাইন আপ আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হলেও তার বিরুদ্ধে শাস্তি বলবৎ রয়েছে।
ক্রিকেট অস্ট্রিলিয়ার নিয়ম অনুযায়ী, দলের অভ্যন্তরীণ কোনো তথ্য ইচ্ছায় বা অনিচ্ছায় কাউকে পাচার করলে তার বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ আনা হবে।
অজি ক্রিকেট পরিচালনা পরিষদের ন্যায়পরায়ণতা বিভাগের প্রধান সেন ক্যারোল বলেন, একজন খেলোয়াড় ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি বিরোধী প্রোগ্রামে অংশ নেয়ার অর্থ হচ্ছে, সে ভালোভাবেই বিধিনিষেধ সম্পর্কে অবগত। যে কারণে তথ্য প্রকাশ জনিত অপরাধ থেকে সে কোনোভাবেই ছাড় পেতে পারে না। আশা করি এই শাস্তির কারণে সে বিষয়টি মনে রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।