জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে ফার্মেসিসহ নিত্যপণ্যের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মোট ৭৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদফতরের মহাপরিচালকের পদত্ত ক্ষমতাবলে রাজধানীর দক্ষিণখান এলাকার বিভিন্ন কাঁচা বাজার, ফার্মেসি, রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলস কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর জব্বার ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক টজবী নাহার রজনী।
এছাড়া রাজধানীর বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে মাস্কসহ আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়।
এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় তালিকার সঙ্গে মূল্য তালিকার রশিদের গড়মিল, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, নকল পণ্য এবং ওজনে কারচুপির অপরাধে সারাদেশে ৭৭টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।