নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-৫ নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীকে হেয় করে এবং জাতীয় নবম ও দ্বাদশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য প্রদান করায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে তলব করেছে গাজীপুর-৫ নির্বাচনি এলাকা অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুর-৫ নির্বাচনি এলাকা অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ আলিফ রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর দুপুরে গাজীপুর সদর উপজেলার কালীগঞ্জ নির্বাচনী আসনের বাড়ীয়া এলাকায় উপজেলা তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু এবং গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর বাদল মিয়া তাঁর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের ট্রাক প্রতীকের নির্বাচনি প্রচারনাকালে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকিকে হেয় করে এবং জাতীয় নবম ও দ্বাদশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য প্রদান করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধির সুস্পষ্ট লংঘন।
সূত্র আরো জানায়, এ বিষয়ে গাজীপুর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেনড্রাইভে সংরক্ষিত ভিডিও সহ গত ২৭ ডিসেম্বর প্রেরিত লিখিত অভিযোগের প্রেক্ষিত্রে তাদের দুজনকে ২৯ ডিসেম্বর সাড়ে ৩টার মধ্যে স্ব-শরীরে গাজীপুর-৫ নির্বাচনি এলাকা অনুসন্ধান কমিটির অফিসে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।