আন্তর্জাতিক ডেস্ক : আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে তখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো তালেবান। সংগঠনটি চায়, নির্বাচন ট্রাম্প বিজয়ী হোক।
সিবিএস নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন।
সম্প্রতি ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে নাকি উদ্বিগ্নও হয়েছিল সংগঠনটি। আরেক তালেবান নেতা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন।
তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র জানিয়েছেন, তালেবানের এই সমর্থন তারা প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনোভাবে অ্যামেরিকার স্বার্থ রক্ষা করবেন।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে জানান, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। এরপরই তালেবানের এ ঘোষণা এলো। সূত্র: ডয়েচে ভেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।