নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সহযোগিতা না পেয়ে দল থেকে পদত্যাগ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও উপজেলার আরো ৫ জাপা নেতা পদত্যাগ করেছেন।
সোমবার (৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. কামরুজ্জামান মণ্ডল। এর আগে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকৃত বাকী ৫ জাপা নেতা হলেন, মাওনা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সামিউল ইসলাম, পৌর ছাত্রসমাজের সভাপতি আশরাফ হোসেন আবিরসহ আরও দুজন।
মো. কামরুজ্জামান মণ্ডল বলেন, নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে প্রার্থীকে সব ধরনের সহযোগিতা করছে। তিনি কি কারণে পদত্যাগ করলেন, আমি বলতে পারবো না।
অধ্যাপক সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনে জাতীয় পার্টি আমাকে কোনো ধরনের সহযোগিতা করেনি।
এ ছাড়া আমার ব্যক্তিগত কারণে আমি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি। আজকের পর থেকে উপজেলা জাতীয় পার্টির সব পদ-পদবি ও সাধারণ সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বরাবর একটি পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।