জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে অনিয়ম ও জোর করে ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব বরাবর লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘নৌকা মার্কার কর্মী বাহিনী বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছেন এবং ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করার পর কন্ট্রোল ইউনিটের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদেরকে জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট ইউনিটে আওয়ামী লীগ কর্মীরা নৌকা মার্কায় ভোট দিচ্ছে।’
ইশরাক অভিযোগপত্রে, কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রের নাম উল্লেখ করেন।
তিনি এ বিষয়ে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন রিটার্নিং কর্মকর্তার প্রতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।