স্পোর্টস ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচে লিডসে আজ (শনিবার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ভারতের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। ফলে বোলিংয়ে নামছে ভারত।
শেষ ম্যাচটি জিতে লঙ্কানরা বিশ্বকাপ শেষ করতে চাইবে। ভারতের লক্ষ্য থাকবে জয়ের ধারা ধরে রেখে সেমিফাইনালে খেলা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা এবং ভারত সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলেছে।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্মে, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজ, লাহিরু থিরিমান্নে, ইসুরু উদানা, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, কাসুন রাজিতা, লাসিথ মালিঙ্গা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।