নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ধর্ষণ মামলায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
আজ বুধবার দুপুরে (৩০ অক্টোবর) আসামির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আহসান তারেক।
এছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। আমিনুল সৈয়দপুর উপজেলার দক্ষিণ নিয়ামতপুর এলাকার মনির উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৪ আগস্ট সৈয়দপুর উপজেলার বাঙ্গালিপুর ইউনিয়নের লক্ষ্মনপুর গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী দুলালী বেগম ধর্ষণের অভিযোগে আমিনুলসহ দুইজনের নামে থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী। আদালতে দীর্ঘ শুনানী শেষে আমিনুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্র বর্ধন বাপ্পী জানান, আদালত আটজনের স্বাক্ষ্য নিয়েছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।