নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ধর্ষণ মামলায় আবু সায়েম (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার দুপুরে (৩১ অক্টোবর) আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন আদালতের বিজ্ঞ বিচারক আহসান তারেক।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সায়েম নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ৪ মার্চ রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম একই এলাকার পনের বছর বয়সী এক শিশুকে জোড়পূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় একই বছরের ২৮ ডিসেম্বর জলঢাকা থানায় মামলা করেন শিশুটির বাবা কুমির উদ্দিন। মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী। আদালত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সাজা প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী জানান, আদালত নয়জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। শুরু থেকে আসামি পলাতক থাকায় আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রদান করা হয়।
তিনি বলেন, ধর্ষণের পর জলঢাকা থানায় মামলা দায়েরকালে মেয়েটি ৩৫ সপ্তাহের গর্ভবতী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।