নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে চারজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জানেরপাড় এলাকার খড়খড়িয়া নদী থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, একই ইউনিয়নের জানেরপাড় এলাকার আজিজুল সরকারের ছেলে জনি, কাঠাঁলিপাড়ার কোনিয়া মামুদের ছেলে ছিদ্দিক এবং দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার চৌধুরীপাড়ার হালিমের ছেলে সাগর ও দীঘলপাড়ার রজব আলীর ছেলে দুলাল।
সূত্র জানায়, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনের সত্যতা পান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার। এ সময় বালু উত্তোলনের সরঞ্জমাদি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার পরিমল সরকার বলেন, জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।