কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ থানা চত্বরে আজ (১৪ ডিসেম্বর) একটি ‘হিমঘর’ উদ্বোধন করা হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘরটি উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল এবং কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম।
কয়েক মাস আগে থানায় যোগদানের পর ওসি আব্দুল আউয়াল দেখতে পান নির্দিষ্ট ঘর না থাকায় অস্বাভাবিক মৃত্যু ব্যক্তির লাশ থানা প্রশাসনিক ভবনের সামনে রাখা হয়। শান্তিরক্ষা মিশনে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি থানা চত্বরে ‘হিমঘর’ তৈরির পরিকল্পনা করেন। তার পরিকল্পনা বাস্তবায়নে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসেন এক ব্যবসায়ী।
প্রায় ৩ মাসে ঘরটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আজকে সেটির উদ্বোধন হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।