জুমবাংলা ডেস্ক : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার দুই হাজার তিনশ’ ২৭ পাতার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) ফেনী জেলা আদালত থেকে উচ্চ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদালতের স্টেনোগ্রাফার মো. সামছুদ্দিন লাল কাপড়ে মোড়ানো রায়ের কপি নিয়ে হাইকোর্টের উদ্দেশ্যে পুলিশ প্রহরায় ফেনী থেকে রওয়ানা হন।
মামলার সরকার পক্ষের আইনজীবী ফেনী জজকোর্টের পাবলিক প্রসিকিউটর হাফেজ আহমেদ বলেন, “ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুর রশিদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়েছে।”
নুসরাতের পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, “৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করে, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হয় এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা যায় না।”
শাহজাহান সাজু আরো বলেন, “নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে উচ্চ আদালতে শুনানির জন্য আইন মন্ত্রণালয় থেকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।”
গত ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়। এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সূত্র : ডিবিসি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।