বিনোদন ডেস্ক : হুমায়ূন আহমেদের ছেলে ও তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণ করলেও এবারই প্রথম বিজ্ঞাপন নির্মাণ করেছেন। গত ১১ মে এক ফেসবুক স্ট্যটাসে তিনি এ খবর জানান। আর নিরীক্ষাধর্মী এই বিজ্ঞাপন চিত্রে নুহাশের বড় বোন শিলা আহমেদের দুই সন্তান অভিনয় করেছেন।
মা দিবস উপলক্ষে গ্রামীণফোনের একটি সামাজিক নিরীক্ষাধর্মী বিজ্ঞাপন তিনি নির্মাণ করেছেন। গত সপ্তাহে রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।
বিজ্ঞাপনটি গ্রামীণফোনের ফেসবুক পেজে ও অনলাইনে দেখতে পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যেই টিভিতেও প্রচার শুরু হবে।
নুহাশ বিজ্ঞাপনটি নিয়ে ফেসবুকে লিখেছেন, ’বেশ কিছু বছর আগে আমি প্রথম ক্যামেরার সামনে এসেছি, গ্রামীণফোনের বিজ্ঞাপনে। আজ প্রথম বিজ্ঞাপন নির্মান করলাম, গ্রামীণফোনেরই। মা দিবস নিয়ে একটা কাজ। ব্যাপারটা ভালোই লাগছে।
এই কাজের সবচেয়ে সেরা বিষয় হচ্ছে আমার আদুরে ভাগ্নে ভাগ্নির সঙ্গে কাজ করতে পারা। সেই সঙ্গে লিটল বিগ ফিল্মস এবং মিডিয়াম রেয়ার টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ!’
নির্মাতা নুহাশ নুহাশ হুমায়ূন শুটিংয়ের ফাঁকে তার ভাগনীকে একটি দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন।
এদিকে ২০১৫ সালে মোবাইল সেবাদাতা গ্রামীণফোনের একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন নুহাশ হুমায়ূন। এবার হলেন এ প্রতিষ্ঠানেরই বিজ্ঞাপন নির্মাতা। তার দেওয়া তথ্য মতে, বিজ্ঞাপনটির সংলাপ আগে থেকে ঠিক করা ছিল না।
এই বিজ্ঞাপনে নুহাশের বড় বোন শীলা আহমেদের দুই সন্তান নাইরাহ অনোরা সাইফ ও নামীর সাইফ অভিনয় করেছেন। এ ছাড়াও আরও অনেকেই রয়েছেন।
আবাদি জমিতে হাঁসের ডিম খুজে পেলেন কৃষক, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।