স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পর গুঞ্জন উঠেছিল দুই বছরের চুক্তিতে ফরাসি জায়ান্ট পিএসজিতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। এমন খবর প্রকাশ করেছিল ফ্রেঞ্চ রেডিও আরএমসি।
নেইমারের সঙ্গী হলেন রামোস
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিএসজিতে আনুষ্ঠানিকভাবেই নাম লিখে ফেললেন রামোস। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ তথ্য।
তবে সাবেক এই অধিনায়ককে দলে নিতে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি পিএসজিকে। ফ্রি-তেই পেয়ে গেছে তারা। কেননা রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল চলতি জুনেই। এরপর আর চুক্তি নবায়ন হয়নি।
এর আগে মাদ্রিদের দলটির সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে এ মৌসুমে রিয়াল ছাড়ার ঘোষণা দেন রামোস। এমন সিদ্ধান্তের পর রামোসকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয় ইউরোপের বড় বড় ক্লাবগুলোর মধ্যে। এই দৌড়ে তাকে লুফে নিল নেইমারের ক্লাব পিএসজি। বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার ও এমবাপ্পের সতীর্থ হলেন তিনি। চারবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রামোসের অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চায় পিএসজি। জানা গেছে পিএসজিতে ৪ নাম্বার জার্সি গায়ে খেলবেন তিনি।
২০০৫ সালে রিয়ালের জার্সিতে খেলা শুরু করেন সার্জিও রামোস। যেখানে ৪৬৯ ম্যাচ খেলে ৭২টি গোল করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



