নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল ‘মাটির মায়া ইকো রিসোর্ট’। রোববার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিসোর্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে অবস্থিত এই ইকো রিসোর্টটি দীর্ঘদিন ধরেই পর্যটন সেবা দিয়ে আসছিল। তবে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ ব্যবসায়িক লাইসেন্স সংগ্রহ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।
স্থানীয়দের অনেকে জানান, রিসোর্টটি এলাকায় বেশ জনপ্রিয় হলেও কখনোই প্রশাসনের সরাসরি তদারকির আওতায় ছিল না। এই অভিযানের পর অনেকেই প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ। তিনি জানান, “রিসোর্টটি পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “আমরা নিয়মিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে থাকি। এই রিসোর্টটির বিরুদ্ধে আগে থেকেই কিছু অভিযোগ ছিল। আজ অভিযান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে, তারা কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। জেলার সব পর্যটন ও আবাসন প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করে দেখা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।