স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। ফর্মহীনতায় ভূগে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে ‘এ’ দল। ৫০ ওভার এবং লংগার ভার্সনের সিরিজ খেলতে এই দল যাচ্ছে উইন্ডিজে। সফর উপলক্ষে আজ শুক্রবার ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে নেই সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নাম। যিনি দীর্ঘ ফর্মহীনতায় নেতৃত্ব খুঁইয়ে দল থেকেও বাদ পড়েছেন।
তার ‘এ’ দলে সুযোগ না পাওয়াটা তাই দেশের ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ইতোপূর্বে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, মুমিনুলকে ফর্মে ফেরাতে ‘এ’ দলের সঙ্গে উইন্ডিজ সফরে পাঠানো হবে। সেখানে ওয়ানডের পাশাপাশি চার দিনের ম্যাচও আছে। বিসিবি সভাপতির ভাষায়, ‘মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’ মুমিনুলও বলেছিলেন, বিসিবি যে সিদ্ধান্ত দেবে তাই মেনে চলবেন। এ নিয়ে বেশ কয়েক দিন জল্পনার পর দেখা গেল সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। কিন্তু কেন?
সাবেক টেস্ট অধিনায়কের ব্যাপারে আজ বিসিবি ক্রিকেট অপারেশন্সের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয় মুমিনুল যে অবস্থায় আছে তার জন্য সেরা প্লাটফর্ম হলো এনসিএল ও বিসিএল। সেখানে রান করলে আত্মবিশ্বাস ফিরে আসবে।’ অর্থাৎ, মুমিনুল যদি এখন বিদেশের মাটিতে খেলতে গিয়ে ব্যর্থ হন, তাহলে হিতে বিপরীত হবে। এতে মুমিনুলের আত্মবিশ্বাসে আরও চিড় ধরবে। তাই মুমিনুলকে ফর্মে ফেরাতে ঘরোয়া লংগার ভার্সন টুর্নামেন্টের অপেক্ষাতেই থাকতে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।