স্পোর্টস ডেস্ক : ক্রিকেট আর বিনোদনের ককটেল যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল); যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটাররাও যেমন নজর কাড়েন, তেমনি গ্যালারিতে বসে কোনো কোনো দর্শকও রাতারাতি বিখ্যাত হয়ে যান। এমনটাই ঘটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে।
সেদিন এক অচেনা লাস্যময়ী তরুণীকে আরসিবির ইনিংসে প্রতিটি চার ও ছক্কার সময় প্রবল উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গেছে।
ঘটনা গত শনিবারের। সানরাইজার্সের বিরুদ্ধে ঘরের মাঠে সেটাই ছিল বিরাট কোহলিদের শেষ ম্যাচ। কেন উইলিয়ামসনদের হারিয়ে আইপিএলের চলমান আসরে নিজেদের সফর শেষ করে আরসিবি। কিন্তু সেদিন মাঠের থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতেই বেশি নজর গিয়েছে অনেকের। কারণ এক তরুণী বেঙ্গালুরু সমর্থক।
লাল রঙের অফ সোলডার টপ গায়ে সেই তরুণীর উচ্ছ্বাসে বিভোর নেটিজেনরা। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে তার একগুচ্ছ ছবি ও ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বেঙ্গালুরুর সমর্থক ওই তরুণীর নাম দীপিকা ঘোষ। নেট দুনিয়ায় তাকে নিয়ে চর্চা শুরু হতেই দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক করে দেওয়া হয়। ফলে লাস্যময়ী তরুণীর প্রাণ খোলা আনন্দ উপভোগ করছেন প্রত্যেকেই। রাতারাতি দীপিকার ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।