ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেছেন, ‘ময়মনসিংহ- ৮ আসনের মানুষ নতুন ঈশ্বরগঞ্জ গড়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। আগামীতে আমি সকলের সহযোগিতায় একটি সমৃদ্ধশালী ঈশ্বরগঞ্জ গড়তে চাই। ঈশ্বরগঞ্জে জামায়াত শুধু আরাম-আয়েশ করবে তা কিন্তু হবে না। অন্যান্য সকল দলের নেতাকর্মীরা তাদের ঘরে এবং বিছানায় শান্তিতে ঘুমাবে। তাদের কোন গায়েবি মামলার বোঝা নিয়ে ফেরারি করতে হবে না। কারও বিরুদ্ধে অন্যায়ভাবে গায়েবি মামলা হবে না।
গতকাল (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লার সমর্থনে এক নির্বাচনী সমাবেশ ও গণমিছিল কর্মসূচির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল হক হাসান আরও বলেন, আমার ঈশ্বরগঞ্জের হিন্দু ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক এবং মেহনতি ভাইদের সকল ধরণের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আজকে দাঁড়িপাল্লার জোয়ার দেখে যারা আমার ভোটকে বন্ধ করার জন্য এবং আমাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে আমি তাদের বলতে চাই- জনগণ থেকে আমাকে আর বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। জনগণ আপনাদের সকল ষড়যন্ত্র বানচাল করে ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীককে অবশ্যই নির্বাচিত করবে।
নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমির আব্দুল করিম, ময়মনসিংহ শহর শাখার সেক্রেটারি শহিদুল্লাহ কায়সারসহ কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈশ্বরগঞ্জ পৌর শহর দাঁড়িপাল্লা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
নির্বাচনী সমাবেশ শেষে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের নেতৃত্বে পাট বাজার থেকে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদে গিয়ে শেষ হয়। রাস্তায় দাঁড়িয়ে অনেকেই হাত নেড়ে, স্লোগানে সাড়া দিয়ে প্রার্থীকে স্বাগত জানান।
সমাবেশে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বিগত বছরগুলোতে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সৎ, নিবেদিত মানুষ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। জনগণের উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ঈশ্বরগঞ্জবাসী এবার তাকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



