স্পোর্টস ডেস্ক: এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপালে গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঝপথেই ফিরে আসতে হলো তাকে। একের পর এক চোট যেন পিছুই ছাড়ছে না তামিমকে। কিছুদিন আগেই হাঁটুর চোটের কারণে ৩ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন বাংলাদেশের এই সেন্সেশন ওপেনার। সেই ইনজুরি কাটিয়ে নেপালে গিয়ে আবারও ইনজুরিতে পড়েছেন তামিম।
গতকাল (৬ অক্টোবর) ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তামিম। আর সেজন্য বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশে ফিরে এসেছেন তামিম।
দেশে ফিরেই স্ক্যান করিয়েছেন তামিম। সেই স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েছে তামিমের। বুড়ো আঙুলে চিড়ের কারণে অন্তত ৩ সপ্তাহের বিরতিতে থাকতে হবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। নেপাল থেকে সকাল ৯ টায় ঢাকা আসেন তামিম। এরপর তাকে বিমানবন্দর থেকেই স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। চোটের জায়গায় ফ্র্যাকচার ধরা পড়েছে। আর তার চোটের যে ধরণ তার জন্য তাকে অন্তত ৩ সপ্তাহের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।
কিছুদিন আগেই জিম্বাবুয়েতে ইনজুরির কারণে শুধু ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে এসেছিলেন তামিম। যার কারণে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ আর খেলা হয় নি। সেই ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোন টি-টোয়েন্টি ম্যাচই খেলতে পারেন নি তামিম। সেই সাথে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেন ৩২ বছর বয়সী বাংলাদেশি এই ওপেনার।
কিন্তু বিশ্বকাপ না খেললেও কিছুদিন আগেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে নেপাল পাড়ি জমিয়েছিলেন তামিম। সেখানে চার ম্যাচ খেয়ার সুযোগ হয় তামিমের। তবে চার ম্যাচেই ব্যর্থ হন তামিম। চার ম্যাচে তার রান হয় মাত্র ৭৫।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। এখন এমন ইনজুরির কবলে বারবার পড়লে সামনের সিরিজগুলি থেকেও বাদ পড়তে পারেন তামিম। পাকিস্তানে যাওয়ার আগে ইপিএল-ই তামিমের একমাত্র প্রস্তুতির সুযোগ ছিল তামিমের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।