নোবিপ্রবি প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের উদ্যোগে কৃষিবিদ দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম কেক কেটে কৃষিবিদ দিবস ও নোবিপ্রবি এগ্রি ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।
পরে উপাচার্য কৃষি বিভাগের স্টলসমূহ পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে সেরা মেলা আয়োজক এবং কৃষি প্রজেক্ট প্রদর্শক দল সমূহের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, কৃষি বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান ভূঁইয়া, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন, অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নুসরাত জাহান মিথিলা, সহকারী অধ্যাপক কাজী ইসরাত আনজুম, সহকারী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, প্রভাষক পিযুষ কান্তি জাঁসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।