২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে গত শুক্রবার ইরানি নিরাপত্তা বাহিনী ‘সহিংসভাবে’ গ্রেপ্তার করেছে। এ মাসের শুরুর দিকে মৃত্যুবরণ করা একজন আইনজীবীর স্মরণসভায় যোগ দেওয়ার সময় তাকে আটক করা হয় বলে তার সমর্থকেরা জানিয়েছেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে কারামুক্তির অস্থায়ী অনুমতি পাওয়া মোহাম্মাদি, আরও কয়েকজন কর্মীসহ আটক হন। মোহাম্মাদির ফাউন্ডেশন এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, যে আইনজীবীর স্মরণসভায় তিনি যোগ দিয়েছিলেন, সেই খসরো আলিকর্দিকে গত সপ্তাহে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
মোহাম্মাদির প্যারিসে থাকা স্বামী তাঘি রাহমানি এক্সে দেওয়া পৃথক পোস্টে নিশ্চিত করেছেন যে, তার স্ত্রীকে পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান থেকে ইরানি নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। তার সঙ্গে আরেক খ্যাতনামা কর্মী সেপিদে গলিয়ানকেও আটক করা হয়েছে।
নার্গিস মোহাম্মাদি বহু বছর ধরে ইরানে মানবাধিকার ও নারী স্বাধীনতার পক্ষে সংগ্রাম করে আসছেন এবং বারবার কারারুদ্ধ হয়েছেন। তার গ্রেপ্তার বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



