আন্তর্জাতিক ডেস্ক: নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসন মারা গেছেন। ৮৮ বছর বয়সী এই লেখক সোমবার রাতে নিউইয়র্কের একটি মেডিকেল সেন্টারে মারা গেছেন বলে তার প্রকাশক আলফ্রেড এ. নফ নিশ্চিত করেছেন।
টনি মরিসনের আসল নাম ক্লো আর্দেলিয়া উফোর্ড। ১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি। তিনি একজন ঔপন্যাসিক ও সম্পাদক। এ ছাড়া প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস তিনি।
মহাকাব্যিক বিষয়বস্তু, প্রাণবন্ত সংলাপ এবং চরিত্রগুলোর বিস্তারিত বর্ণনার কারণে তার উপন্যাসগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে।
টনি মরিসনের লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ‘দ্য ব্লুয়েস্ট আই’ (১৯৭০), ‘সুলা’ (১৯৭৩), ‘সং অব সলোমন’ (১৯৭৭) ও ‘বিলাভড’ (১৯৮৭)।
‘বিলাভড’ উপন্যাসের জন্য ১৯৮৮ সালে ‘পুলিৎজার’ ও ‘আমেরিকান বুক অ্যাওয়ার্ড’ পান টনি মরিসন। ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান টনি মরিসন।
২০১২ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।