নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নোমান টেক্সটাইল কারখানার শ্রমিকদের আন্দোলন শেষে অবশেষে বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। জুলাই মাসের বেতন দীর্ঘদিন না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভে নামেন।
সি শিফটের প্রায় চার শতাধিক শ্রমিক উৎপাদন বন্ধ করে কারখানার ভেতরে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা দরজা-জানালা ভাঙচুরসহ কিছু ক্ষয়ক্ষতি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। আলোচনায় বুধবার (২০ আগস্ট) দুপুরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাত ১২টার দিকে কাজে ফেরেন।
শ্রমিকদের অভিযোগ, জুলাই মাসের বেতন ১০ আগস্টের মধ্যেও পরিশোধ করা হয়নি। বেতন দিতে দেরি হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে। তবে বুধবার দুপুরে বকেয়া পরিশোধের পর আবার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসে কারখানায়।
শ্রীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি আবদুল লতিফ বলেন, “শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।