আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে বড়াইগ্রামে নৌকাবাইচ অনুষ্ঠিত

জুমবাংলা ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, উপজেলার চান্দাই ইউনিয়নের জিন্নাহ ফাউন্ডেশন চিকনাই নদে এ খেলার আয়োজন করেছে।

আজ বিকেলে নৌকা বাইচের ফাইনাল খেলা উপভোগ করতে নদীর তীরে হাজারো দর্শক হাজির হয়। তারা করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

চান্দাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামুসজ্জামান গোলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান শাহ-আলম মাষ্টার, সাবেক সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার প্রমুখ।

চান্দাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনাজ পারভীন বলেন, নৌকা বাইচের ফাইনাল খেলায় ৮টি নৌকা অংশগ্রহন করে। উপজেলার সাতইল এলাকার সোনারতরী এক্সপ্রেস রানার্সাপ ও পাবনা জেলার চাটমোহর উপজেলার কাটাখালি এলাকার নিউ জনতা এক্সপ্রেস বিজয়ী হয়েছে। বিজয়ীকে রেফ্রিজারেটর ও রানার্সাপকে এলইডি টিভি পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইবি শিক্ষার্থী সুপ্রীতি দত্ত