নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: যাদের অবৈধ টাকা বেশি হয়ে গেছে, যাদের ঝুট ব্যবসা বেশি হয়ে গেছে। তাদের টাকা মচ মচ করে ভোট কেনার জন্য। কারণ নৌকার ভোট কেনা লাগে না, কিনতে হয় অন্য কোন মার্কার ভোট। শনিবার (৩০ ডিসেম্বর) দিনভর গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে রাজাবাড়ি ইউনিয়নে সংক্ষিত এক পথ সভায় এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।
তিনি আরও বলেন, আমাদের বাবদাদার চৌদ্দ গুষ্ঠির প্রয়োজন পড়েনি নৌকার ভোট কিনে ভোটের মাঠে আসার। আর ভবিষ্যতে লাগবেও না। কারণ গাজীপুরে-৩ আসনের মানুষ জানে কাকে ভোট দিতে হয়। আর কাকে দিয়ে কাজ হয় না।
এ সময় স্বতন্ত্রের ট্রাক প্রতীকে প্রার্থী ইকবাল হোসেন সবুজকে হুঁশিয়ারি দিয়ে টুসি বলেন, আমি রাগ দেখাতে চাই না, যদি রাগান তাহলে আপনাদের অনেক অপকর্ম আছে। এগুলো যদি মানুষের কাছে খোলাসা করে দেই। তাহলে আপনাদেন কাপর খুইলা রাইখা মাঠ থেকে পালাতে হবে।
তিনি আরোও বলেন, বিভিন্ন পথসভায় সাধারণ মানুষের সমস্যাগুলো কাগজের মাধ্যমে লিখে আমার কাছে দিলে সেগুলো আমি মোবাইল ফোনে ছবি তুলে আবার তাদের কাছে দিয়ে দেই। আর এই সমস্ত ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কিনার নাম করে অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে। এসব মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় প্রতিবাদ করে সমালোচনাও করেন নৌকা প্রতীকের প্রার্থী।
পরে তিনি রাজাবাড়ি ইউনিয়নের ভোটারদের কাছে নৌকা প্রতীকে আবারও ভোট চেয়ে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় ভোটাররাও নৌকাকে বিজয় করার লক্ষ্যে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।
গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪৩২। কেন্দ্র সংখ্যা ১৮০টি, বুথ সংখ্যা ১০৬৮। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৩৪ জন, মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৮৮ জন ও হিজড়া ভোটার ৫ জন।
বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।