জুমবাংলা ডেস্ক : নড়াইল জেলাকে অবরুদ্ধ (লকডাউন ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলায় করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলাকে অবরুদ্ধের ঘোষণা দেয়া হলো।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা কৃতক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে আগামীকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে এ অবরুদ্ধাদেশ কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, জেলায় করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ২৭ এপ্রিল সিভিল সার্জন প্রেরিত সুপারিশের প্রেক্ষিতে প্রাণঘাতী কোভিড ১৯’র ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ রোগ (প্রতিরোধে, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন মোতাবেক নড়াইল জেলাকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে জেলায় জনসাধারণের আগমন ও বহির্গমন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে নিষিদ্ধ থাকবে জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতও। তবে কৃষি, খাদ্য, ঔষধ সরবরাহ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, মিডিয়া, টেলিফোন, ইন্টারনেটসহ জরুরি পরিসেবা এ অবরুদ্ধাদেশের আওতা মুক্ত থাকবে।
নড়াইলে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ৭জন চিকিৎসক। তবে আক্রান্ত সকলেরই অবস্থা স্থিতিশিল বিধায় তারা স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্বাবধানে ব্যক্তিগত আইসোলেসনে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।