
Advertisement
জুমবাংলা ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় বুধবার সকালে ক্ষেতের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
মৃত আতিকুর রহমান (২) ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, ওই শিশুটি খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের ক্ষেতের আইলের ধারে চলে যায়। এক পর্যায়ে শিশুটি ক্ষেতের পানিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর ক্ষেতের পানিতে তার দেহ ভাসতে দেখে। পরে তারা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।