স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকট দল ছয় বছর পর তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে। তবে আসতে না আসতেই বিতর্ক সৃষ্টি করেছে তারা। সোমবার (১৫ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে প্রথম দিনের মতো অনুশীলন করে সফরকারীরা। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন মোহাম্মদ রিজওয়ানরা। তবে অনুশীলন ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে তাদের বিতর্কিত পতাকা উত্তোলন ইস্যু।
অনুশীলন চলাকালীন একাডেমি মাঠের দুই পাশে পাকিস্তানের জাতীয় পতাকা উড়ানো নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেননা অন্য কোনো দেশ তাদের অনুশীলনের সময় এমনটি এর আগে কখনো করেনি। পাকিস্তানের পতাকা উত্তোলন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ জানান অনেকে। দেশটি যখন পাকিস্তান এবং সামনে যেহেতু লাল-সবুজের বিজয়ের মাস, আর তাই আলোচনার মাত্রা ছাড়াল বহুগুণে। তবে কেউ কেউ আবার এর সপক্ষেও যুক্তি দেখাচ্ছেন। এমন পরিস্থিতিতেই গণমাধ্যমকে আনুষ্ঠানিক বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহীম বাদিস।
তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেই এই পন্থা অবলম্বন করেছেন তারা।
পাকিস্তান দল দুই পাশে জাতীয় পতাকা রেখে অনুশীলন করায় বিষয়টি নিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, বাংলাদেশের মতো স্বাধীন দেশে এভাবে নিজেদের জাতীয় পতাকা সবার সামনে তুলে ধরে ভালো করেনি বাবর আজমের দল। আবার অনেকে এটাকে দেখছেন স্বাভাবিকভাবেই।
দুই পাশে পতাকা রেখে অনুশীলনের রীতি চালু করেন সাবেক তারকা স্পিনার এবং পাকিস্তান দলের হেড কোচ সাকলাইন মুশতাক। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই পন্থায় অনুশীলন করেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
গণমাধ্যমকে সফরকারী দলের মিডিয়া ম্যানেজার বলেন, ‘ক্রিকেটারদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার চিন্তা থেকে এই কৌশল শুরু করেন আমাদের হেড কোচ সাকলাইন মুশতাক। জাতীয় দলে যোগ দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এটা চালু করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরাতে গিয়েও দুই পাশে জাতীয় পতাকা রেখে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
বয়সভিত্তিক দলেও এই কাজ করেছেন মুশতাক, ‘ন্যাশনাল হাই পারফরম্যান্স দলের ক্যাম্পে মুশতাক এই কাজ করেছিলেন। অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৯ দলেও এই উপায় অনুসরণ করেন তিনি। সবশেষ জাতীয় দলেও এটা অব্যাহত রেখেছেন।’ যোগ করেন বাদিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।