Advertisement

আজ সোমবার (২৬ জুলাই) ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। অবশ্য এতে বড় ধরনের কোনো দুর্ঘনা ঘটেনি। শুধু গাড়ির চালক সামান্য আহত হয়েছেন।
ইউএনও মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাসভবন থেকে গাড়ি বের করে তেল আনার জন্য পাম্পে যাচ্ছিলেন খসরু মিয়া। ৯টার দিকে সড়কের উপর দাঁড়িয়ে থাকা গরু ও কয়েকজনকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে নামিয়ে দেন। এতে খসরু মিয়া হাতে ব্যথা পান। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা গরু কিছুটা আঘাত পেয়েছে। পরে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে গিয়ে গরুর চিকিৎসা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



