সাইফুল ইসলাম : মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি বাঘাইর বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া এলাকার বিশ্বনাথ রাজবংশীর জালে পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে। পদ্মাপাড় থেকেই এক ক্রেতা ১৮ হাজার টাকায় মাছটি ক্রয় করে নেন।
প্রত্যক্ষদর্শী বিজয় হালদার বলেন, পদ্মা নদী থেকে এক জেলের জালে বাঘাইর মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে সে অনেক খুশি হয়। পদ্মা থেকে মাছটি নিয়ে আসার সময়ই এক ক্রেতার মাছটি পছন্দ হয়ে গেলে ১৮ হাজার টাকায় ক্রয় করে নেন। মাছটির ওজন ছিলো ১৪ কেজি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশ, চিতল, বাঘাইড়, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। বাঘাইর মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে। এই মাছটি ধরা থেকে সকলের বিরত থাকা উচিৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।