আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ছুরিকাঘাতে মোজাম্মল হক (২৭) নামে এক বাংলাদেশিকে করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মক্কার রুসাইপা নামক স্থানে একটি ক্যাফেটেরিয়ার (কুলিন কর্ণার) ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খুন হওয়া যুবক প্রবাসী মোজাম্মল হকের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারগানালা ইউনিয়নের মাদ্রাসা গেইট এলাকায়। তাঁর পিতার নাম সুলতান আহমদ।
এদিকে ঘটনার দিন সকালে ফজরের নামাজের পরপর দোকানের মালিক ও কয়েকজন ক্রেতা দোকানে এসে ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানের কর্মচারী মোজাম্মল হকের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে সৌদি পুলিশ মোজাম্মেলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এই ঘটনা সম্পর্কে আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাস্তা বিক্রয় করার জন্য দোকানের শাটার সামান্য খোলা রেখে কাজ করার সময় ভোর রাতে কে বা কারা দোকানের ভেতরে ঢুকে এ খুনের ঘটনা ঘটায়।
এদিকে মোজাম্মল হকের ছোট ভাই কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের এমবিএ ছাত্র এনামুল হক জানান, পরিবার ও বৃদ্ধ বাবার দিকে তাকিয়ে গেল ১ বছর ৯ মাস আগে আমার বড়ভাই সৌদি আরবে যান। ভিসা নিয়ে সৌদিতে গেলেও আকামা পাইনি। কয়েক বার টাকা দিলেও আকামা নেয়া সম্ভব না হওয়ায় অন্য লোকের মাধ্যমে আকামা নেয়ার জন্য ২০হাজার সৌদির রিয়াল দেন।
এনামুল আরও জানান, আকামার জন্য ২০হাজার রিয়াল যাকে দিয়েছিল সম্ভবত তার বাড়ি চট্টগ্রামে। তার সাথে ঘটনার আগের দিন বেশ কথাকাটি ও ঝগড়া হয়। যাদের সাথে কথাকাটি ও ঝগড়া হয়েছে তাঁরা আমার ভাইকে খুন করেছে বলে আমি মনে করি।
বর্তমানে নিহতের লাশ সৌদি আরবের মক্কা নগরীর একটি সরকারী হাসপাতালের মর্গে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।