আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মসজিদে নববিতে সুগন্ধি ছড়িয়ে দিতে এবার অত্যাধুনিক প্রযুক্তির রোবট চালু করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রোবটিকস কার্যক্রম উদ্বোধন করেন পবিত্র দুই মসজিদের পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। প্রগ্রামিং পদ্ধতিতে রোবটের সব কাজ ডিভাইসে একবার যুক্ত করা হয়। এরপর মসজিদের নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে সয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্তকরণ ও সুগন্ধি ছড়ানোর কাজ করবে।
মসজিদে নববির পরিবেশ সুরক্ষা নিরীক্ষণ বিভাগের সহকারী প্রকৌশলী ফাউজি বিন আবদুল হাদি আল-হুজাইলি বলেছেন, রোবটের মাথা দিয়ে স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালিত হয়। চার স্তরে স্প্রের তীব্রতা নিয়ন্ত্রণ করা হয়। এ প্রক্রিয়ায় শতকরা ৯০ ভাগ জীবাণু ও ব্যাকটেরিয়ামুক্ত করা যায়। চার ঘণ্টা চার্জ দিয়ে রোবটটি ১২-১৪ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। পরিবেশ সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাতে রয়েছে উচ্চস্তরের প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা।
সমপ্রতি মসজিদে নববির সার্বিক কার্যক্রম পরিদর্শন গিয়েছেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। এ সময় তিনি মসজিদ প্রাঙ্গণে ইবনুল কায়্যিম (রহ.)-রচিত প্রসিদ্ধ ‘জাদুল মাআদ’ গ্রন্থের পাঠদান করেন। মসজিদে নববিতে প্রতি মাসে একদিন তিনি পড়িয়ে থাকেন।
মসজিদুল হারামে বয়স্কদের তাওয়াফের জন্য বিশেষ যান
পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য চালু হয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিক লোকোমোটিভ। এর মাধ্যমে খুব সহজেই পবিত্র কাবাঘরের চারপাশ ‘তাওয়াফ’ ও ‘সায়ি’ করা যাবে। ২.৯৮ মিটার দৈর্ঘ্য ও ১ মিটার প্রস্থের এ যানে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা মানসম্পন্ন আটটি ড্রাই ব্যাটারি। এতে চালক ছাড়া একসঙ্গে আটজন চড়তে পারবে। একাধারে ৩০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তা চলতে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেন্সর পদ্ধতিতে এর গতি নিয়ন্ত্রণ, সংঘর্ষরোধ, দরজা খোলার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে থামানো হয়।
সূত্র : হারামাইন ওয়েবসাইট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।