নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে মাহমুদা আক্তারকে (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে (২৬) স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয় নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন। এর আগে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বামী রুবেলকে আটক করা হয়।
রুবেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। নিহত মাহমুদা একই গ্রামের মোস্তফার মেয়ে। রুবেল মিয়া শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারির বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
ওসি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারির ভাড়াটিয়া পোশাককর্মী রুবেল মিয়া তাঁর স্ত্রী মাহমুদা আক্তারকেপরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে ব্যাপক মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ স্বামী রুবেলকে হাসপাতাল থেকে আটক করে।
তিনি আরো বলেন, নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আটক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
রোগীর সেবায় ভিন্ন উদ্যোগ, বদলে গেছে স্বাস্থ্য সেবা কালীগঞ্জ হাসপাতাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।