দেশটির পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, ওই পঞ্চায়েতের চণ্ডীতলা চারাবাগানে থাকেন তাপসী মাইতি ও গজেন বিশ্বাস। তাপসী কাউগাছি-১ পঞ্চায়েতের ৫৩ নম্বর সংসদের সদস্য। গজেন এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। শনিবার সন্ধ্যায় তার বাড়িতে এক যুবক এসেছিলেন। গজেনও সেই সময়ে কাছাকাছি ছিলেন। তিনি অভিযোগ করেন, ওই যুবকের সঙ্গে তাপসীর সম্পর্ক আছে। এই নিয়ে গজেন চেঁচামেচি করলে তাপসী তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
তাপসী বলেন, ‘আমরা প্রতিষেধক নিয়ে কথা বলছিলাম। গজেন এসে অশ্লীল ইঙ্গিত করায় প্রতিবাদ করি। তাতেই ওর পরিবারের লোকজন আমাকে মারধর করেছে।’
গজেনের স্ত্রী বিউটি পাল্টা বলেন, ‘তাপসী এবং এক যুবক মিলে আমার স্বামীকে মারধর করছিল শুনে আমরা থামাতে গিয়েছিলাম। আমাদেরও ওরা মেরেছে।’
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, উভয় পক্ষই লিখিত অভিযোগ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।