বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আইনজীবী হিসেবেও নিজেকে তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে আনন্দের খবরটি সবাইকে জানান পিয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি।
পিয়া তার স্ট্যাটাসে জানান, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছেন তিনি। তাঁর এই স্ট্যাটাসে সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন পিয়াকে। তার অনাগত সন্তানের জন্য ভালোবাসা প্রকাশ করছেন তারা।
২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। সুখের সেই দাম্পত্য জীবন এবার কানায় কানায় পূর্ণ হতে চলেছে সন্তানের আগমনে।
২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে শোবিজে যাত্রা করেন বীরচট্টলার মেয়ে পিয়া জান্নাতুল। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রেও জায়গা করে নিয়ে দেশের মডেলিংয়ে অনন্য মাত্রা যোগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকা।
উপস্থাপক হিসেবেও পেয়েছেন সাফল্য। তাকে দেখা গেছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।