আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে প্রচারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে গিয়েই নরেন্দ্র মোদি বললেন, পরেরবার বাংলা মায়ের গর্ভে জন্ম নিতে চান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মালদহে জনসভায় বক্তব্য দিতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই জনসভায় তিনি বলেন, ‘এত ভালোবাসা কপালে জোটে না। মনে হয় আমি গত জন্মে বাংলায় জন্মেছিলাম। অথবা, পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি।’
মালদহের সভার শুরু থেকেই নিজেকে বাংলার ‘আপন’ বলে প্রমাণ করার চেষ্টা করলেন মোদি। বললেন, শিল্প, সংস্কৃতি, দর্শন, প্রগতি, সব কিছুতেই এগিয়ে ছিল বাংলা। সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালোবাসা ফিরিয়ে দেব।’
কথার মাঝে বারার মোদি মোদি রব উঠে। একাধিকবার ভাষণ থামাতে হয়েছে নরেন্দ্র মোদিকে।সমর্থকদের অনুরোধ করতে হয়েছে, “একটু শান্ত হয়ে শুনুন, আমাকে বলতে দিন।”
মোদি বলেন, ‘আপনাদের এই উৎসাহ, ভালোবাসা আমি মাথায় করে রাখব। আপনারা আমাকে এত ভালোবাসছেন, মনে হচ্ছে আমি হয় গত জন্মে বাংলায় জন্মেছিলাম। নয়তো পরের জন্মে আমি বাংলার মায়ের গর্ভে জন্ম নিতে চলেছি। এত ভালোবাসা কপালে জোটে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।