স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান কী জাতীয়তা বদলে ফেলেছেন নাকি? বাংলাদেশ দল ছেড়ে কবেই বা পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন? যারা কেবল নামের ভারে সাকিবকে চিনে থাকেন, তাদের মনে এমন প্রশ্ন আসা স্বাভাবিক।
অন্ততপক্ষে আজ (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ শেষে প্রেজেন্টেশন দেখে থাকলে। প্রেজেন্টেশনের মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলেই যে পরিচয় করিয়ে দিয়েছিলেন উপস্থাপক ক্রেইগ ম্যাকমিলান।
নিউজিল্যান্ড দলের সাবেক ক্রিকেটার ম্যাকমিলান বর্তমানে কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যের সঙ্গে যুক্ত আছেন। চলতি ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও আছেন ধারাভাষ্যের দায়িত্বে। তিনি আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে প্রেজেন্টশন মঞ্চে উপস্থাপনা করতে আসেন।
সে সময় সাকিবের সঙ্গে কথা বলার শুরুতে টাইগার ক্রিকেটের পোস্টার বয়কে পরিচয় করিয়ে দিতে গিয়ে ম্যাকমিলান বলেন, ‘আমার সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক সাকিব আল হাসান।’
অবশ্য ভুল করেই এমন কাজ করে ফেলেছেন ম্যাকমিলান। চলতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, নিউজিল্যান্ডের পাশাপাশি খেলছে পাকিস্তানও। যেখানে আগের দিনই প্রেজেন্টেশনে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাকমিলান এখনও সম্ভবত সেই ম্যাচের ঘোর থেকেই বের হতে পারেননি।
কিউই এই সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকারের সেই হাস্যকর ভুলের ভিডিও দেওয়া হলো পাঠকদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।