পাকিস্তানের কাছে লিখিত নিশ্চয়তা চায় ভারত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে একটি শর্তে দেশটির প্রস্তাবিত হাইব্রিড মডেলে খেলতে রাজি ভারত। সেক্ষেত্রে ভারতের মাটিতে বছরের শেষদিকের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান খেলতে যাবে, সেটার লিখিত নিশ্চয়তা চায় বিসিসিআই।

গণমাধ্যমে খবর, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ আয়োজনের জন্য অন্য দেশগুলোর সমর্থন পাচ্ছে, বিসিসিআইও হাইব্রিড মডেলে খেলতে ইচ্ছা দেখাচ্ছে। তবে বিসিসিআই নতুন একটি শর্ত যুক্ত করেছে। তারা চায় ২০২৩ সালের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার লিখিত নিশ্চয়তা দেবে পাকিস্তান।’

আগামী ২৭মে আহমেদাবাদের জেনারেল মিটিংয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব গ্রহণ করতে চায়।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি নয়, তারা নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে। যাকে বলা হচ্ছে হাইব্রিড মডেল। পাকিস্তানও নিজেদের আসর বাইরে আয়োজনে রাজি নয়। কিন্তু ভারতের অনড় অবস্থানের কারণে হাইব্রিড মডেলের প্রস্তাবে সম্মত হতে থাকে পিসিবি। সংস্থাটির চেয়ারম্যান নাজাম শেঠি গণমাধ্যমে বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে না আসলে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।