স্পোর্টস ডেস্ক : রবিবার রাতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান জয় পেয়েছে ৫ উইকেটে। ম্যাচ শেষে হতাশ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। হারলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট রোহিত।
হারের জন্য বোলিং ব্যর্থতাকেই দায়ী করছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘মনে হয় আমরা ভালো রানই করেছিলাম। যেকোনো উইকেটে, যেকোনো কন্ডিশনে ১৮০ যথেষ্ট বড় সংগ্রহ। কিন্তু ওদের (পাকিস্তানের) ইনিংসের মাঝামাঝি সময় আমরা উইকেট তুলতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল।’
ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বলে জানান রোহিত, ‘এই ম্যাচ খেলোয়াড়দের থেকে সেরাটা বের করে আনে। অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং কিছুই নিজেদের দিকে আসে না। তবে একই রকম পরিস্থিতি আমরা আগেও সামলেছি। এটাও মানতে হবে, প্রতিপক্ষ দল দারুণ লড়াই করেছে। ওরা নিশ্চিতভাবে আমাদের থেকে ভালো খেলেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।