Advertisement
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে গড়াবে বল।
এই ম্যাচে থাকছেন না দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নেই দেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। সাদা পোশাকে সময়টাও খুব খারাপ যাচ্ছে ইদানীং। এক বছরের মধ্যে দেশের মাটিতেই হারতে হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে। গত নভেম্বরে ভারত সফরটা তো রীতিমতো ভরাডুবির।
সব মিলিয়ে ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে টেস্ট খেলতে নামতে হবে মানসিকভাবে পিছিয়ে থেকে।
পাকিস্তানের বিপক্ষে টাইগাররা এখনো টেস্ট জেতেনি। সর্বোচ্চ সাফল্য ২০১৫ সালে খুলনায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট ড্র করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।