আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৪৩টি শিশু রয়েছে।
বর্তমানে দেশটির ৩ কোটি মানুষ পানিবন্দি এবং ২ লাখ ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এ অবস্থায় দেশটির সরকার শুক্রবার পাকিস্তান জুড়ে জরুরি অবস্থা জারি করেছে। খবর আল-জাজিরার।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা এনডিএমএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৪ জন।
এ বছরের বন্যায় পাকিস্তানের এক পঞ্চমাংশের বেশি এলাকা পানির নীচে তলিয়ে গেছে।
এর আগে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়েছিল ২০১০ সালে। সেবছর দেশটিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়ে ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বন্যায় প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, এবারের বন্যায় সারাদেশে প্রায় দুই লাখ ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস এবং অপর প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel